|
---|
সেখ সামসুদ্দিন : মেমারি থানা এলাকার দলুইবাজার ২ অঞ্চলের চাঁচাই কাঠের পুল এলাকায় ডিভিসির খালে এক কিশোরী স্নান করতে গিয়ে ডুবে মারা যায়। মৃতার নাম মধুমিতা হেমরম (১৮), পিতার নাম নারায়ণ হেমরম। স্থানীয় সূত্রে জানা যায় মানসিক প্রতিবন্ধী মেয়েটি বেলার দিকে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া ডিভিসির খালে স্নান করতে গিয়ে ডুবে যায়। প্রত্যক্ষদর্শী পাশে মাছ ধরতে থাকা কেউ লক্ষ্য করেন মেয়েটি জলে ডুব দেওয়ার পর আর ওঠেনি। তৎক্ষণাৎ পাড়ার মানুষদের ডাকাডাকি করে স্থানীয় মানুষেরা জলে নেমে খুঁজতে থাকে। তারমধ্যে পালসিট ফাঁড়ির পুলিশ পৌঁছে যায়। খোঁজাখুঁজির পর ডুব দেয়া জায়গার তিন-চার ফুট পাশেই তার দেহ উদ্ধার হয়। দ্রুততার সঙ্গে মেমারি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারপর মেমারি থানা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পোষ্টমর্টেমে পাঠায়।