|
---|
নূর আহামেদ, মেমারি : ৬ মার্চ,রবিবার বিকেলে মেমারি সোমেশ্বততলা আটচালায় আবৃত্তির পাঠাশালার উদ্যোগে অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব। ফাগ ছোঁয়া পলাশে শীর্ষক এই অনুষ্ঠানে চারা গাছে জল সিঞ্চনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রখ্যাত সাহিত্যিক কবি অশোক মুথোপাধ্যায়। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি উজ্জ্বস দাস. সংস্কৃতি অনুরাগী সেখ মোয়াজ্জেম, ডাঃ অভয় সামন্ত, সাহিত্যিক শুভাশিস মল্লিক ও সঙ্গীতকার সুমন চ্যাটার্জী। অনুষ্ঠানে আবৃত্তির পাঠশালার ছাত্রছাত্রীরা আবৃত্তি পরিবেশন করেন ও আনন্দধারার নৃত্যানুষ্ঠান এবং সঙ্গীতানুষ্ঠান আয়োজিত হয়। আবৃত্তির পাঠশালার প্রধান শিক্ষিকা ব্রততী ঘোষ আলি জানান, আগামী প্রজন্মের মধ্যে সুস্থ সংস্কৃতির চেতনার উন্মেষ ঘটনোর জন্য কবিগুরুর আর্দশে বসন্ত উৎসব পালন করা হলো মেমারিতে।