মেমারির গন্তার বটতলা থেকে এক কলেজ পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

সেখ সামসুদ্দিন : পূর্ব বর্ধমানের মেমারির গন্তার বটতলা এলাকায় ঘরের ভেতর থেকে এক কলেজ পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মৃত কলেজ পড়ুয়ার নাম রাজেশ রায় (২১) । মেমারি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র, বাড়ি মেমারির গন্তার বটতলা এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে মেমারি থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় বর্ধমান মেডিকেল কলেজ মর্গে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায় গত ১৬ অক্টোবর দুর্গাপূজা দেখার জন্য দাদা রাকেশ রায় ও রাজেশ রায় দুজনেই বের হয়েছিল মেমারির বিভিন্ন পূজা মন্ডপ দেখতে। ঐদিন রাত্রিবেলায রাজেশ রায় (ভাই) পাশের ঘরে ঘুমাতে যায়। তারপর থেকে দরজা জানালা বন্ধ রেখে ঘরের মধ্যেই ছিল। আজ সকাল বেলায় না বের হওয়ায় জানালা দিয়ে ডাকাডাকি করার পর জানালা থেকে বাড়ির লোকজনেরা দেখতে পায় ঝুলন্ত অবস্থায়। মেমারি থানায় খবর দেওয়া হলে মেমারি থানার পুলিশ ঘরের ভেতর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে মৃতদেহ ময়না তদন্তে বর্ধমান মেডিকেল কলেজ মর্গে পাঠায়। অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মেমারি থানার পুলিশ তদন্ত শুরু করেছে।