মেমারী গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করেন সাংসদ ডাঃ শর্মিলা সরকার ও সি এম ও এইচ ডাঃ জয়রাম হেমব্রম।

নূর আহমেদ : মেমারী গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করেন সাংসদ ডাঃ শর্মিলা সরকার ও সি এম ও এইচ ডাঃ জয়রাম হেমব্রম। পাশাপাশি হাসপাতাল চত্বরে করা হলো বৃক্ষ রোপন কর্মসূচি। মেমারী গ্রামীণ হাসপাতাল! যা শহর মেমারী ও পার্শ্ববর্তী একাধিক ব্লকের মানুষের চিকিৎসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হাসপাতাল। ইতি মধ্যেই স্টেট জেনারেল হাসপাতালে উন্নতিকরনের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। লোকসভা নির্বাচনের আগে হাসপাতালের ১০০ শয্যা বিশিষ্ট নবনির্মিত ভবন এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই ভবনে এখন শুরু হয়নি চিকিৎসা ব্যাবস্থা। রোগির চাপ সামলাতে এবার নবনির্মিত ভবনের হস্তান্তর প্রক্রিয়া শুরু করেছে জেলা স্বাস্থ্য দপ্তর।

    শনিবার বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ, ডাঃ শর্মিলা সরকার ও জেলা সি এম ও এইচ ডাঃ জয়রাম হেমব্রম মেমারী গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করেন। ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী, মেমারী ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা, ব্লক মেডিক্যাল অফিসার তথা মেমারী গ্রামীণ হাসপাতালের সুপার ডাঃ দেবাশীষ বালা সহ অন্যান্য আধিকারিকরা। পাশাপাশি হাসপাতাল চত্বরে করা হয় বৃক্ষরোপণ।

    এদিন সাংবাদিক দের প্রশ্নের উত্তরে সাংসদ ডাঃ শর্মিলা সরকার বলেন ‘ যত দ্রুত সম্ভব নবনির্মিত ভবন টি চালু করা হবে। তারই প্রক্রিয়া শুরু চলছে। সেই মতন আজ হাসপাতালের সামগ্রিক পরিস্থিতি ক্ষতিয়ে দেখতেই এই পরিদর্শন করা হল। যে যে বিষয় গুলো প্রয়োজন তা দ্রুত ক্ষতিয়ে দেখে যত দ্রুত সম্ভব নতুন ভবন টি চালু করা হবে। নবনির্বাচিত সাংসদ ডাঃ শর্মিলা সরকার আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তনী। এদিন আর জি কর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের কোন উত্তর দিতে চাননি।