|
---|
নূর আহমেদ, ২৬ জুন মেমারী : রক্ত! যার বিকল্প এখনো কিছুই নেই। তাই রক্তসংকট মেটাতে প্রতি নিয়ত বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা কে উদ্যোগি হতে দেখা যায়।বুধবার মেমারী গ্রামীণ হাসপাতালের সভাকক্ষে মেমারী গ্রামীণ হাসপাতাল ও বর্ধমান ব্লাড ব্যাংক এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। এদিন মেমারি এক নম্বর ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অন্যনা বেড়া প্রথমেই রক্ত দান করেন। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শতরুপা দাস, বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, মেমারী থানার ওসি দেবাশীষ নাগ, মেমারী গ্রামীণ হাসপাতাল সুপার ডাঃ দেবাশীষ বালা সহ একাধিক আমন্ত্রিত অতিথিবৃন্দ এদিনের শিবিরের প্রায় ৬০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।