মেমারি হাসপাতালে বৃক্ষরোপন

নূর আহমেদ,মেমারি : ২৪ সেপ্টেম্বর,মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মেমারি গ্রামীন হাসপাতালে ৫০ টি বৃক্ষরোপন করা হয় স্থানীয় এক সংস্থা ও মেমারি হাসপাতালের যৌথ উদ্যোগে। উপস্থিত ছিলেন মেমারি গ্রামীন হাসপাতালের বিএমওএইচ ডা দেবাশীষ বালা, হেডক্লার্ক সৌমিত্র গাঙ্গুলি সহ বিভিন্ন ডাক্তার, নার্স ও কর্মীরা ও সংগঠনের পক্ষ থকে সেখ আসরাফুল, সেখ আশিক আলম সহ অন্যান্য সদস্যরা। বিএমওএইচ বলেন বিশ্বউষ্ণায়ণের প্রভাব পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে তাই প্রয়োজন বৃক্ষরোপন। বিভিন্ন সংস্থা মেমারি হাসপাতাল প্রাঙ্গণে বৃক্ষরোপন করে যাচ্ছেন এতে আগত রুগীরা ভবিষ্যতে শীতল ছায়া প্রাঙ্গণ পাবে এখানে।