মেমারি জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম এ স্বাধীনতা দিবস পালন আলোচনা – অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার ; পূর্ব বর্ধমান জেলার মেমারিতে ঐতিহাসিক গোলাম আহমাদ মোর্তজা প্রতিষ্ঠিত বাংলার অন্যতম প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম এ স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি পালন করা হয়। স্বাধীনতা দিবস পালন করা হয় মামুন ন্যাশনাল স্কুলেও। জাতীয় পতাকা উত্তোলন করেন জামিয়ার বিভাগীয় প্রধান মুফতি তালেবুল্লাহ্ কাসেমী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি জামিয়া ও মামুন ন্যাশনাল স্কুল সম্পাদক মাওলানা কাজী মুহাম্মদ ইয়াসিন, জামিয়ার অধ্যক্ষ ও মুহতামিম ক্বারী শামসুদ্দীন আহমাদ প্রমুখ । সকাল ৮ টাই পতাকা উত্তোলনের পর প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা জাতীয় সংগীত, দেশাত্মবোধক আবৃত্তি, সমবেত কন্ঠে দেশাত্মবোধক গান, ক্যুইজ, তাৎক্ষণিক বক্তৃতা মতো বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করে সাংস্কৃতিক অনুষ্ঠানটিকে বর্ণময় করে তোলে।আলোচনাসভায় অংশ নিয়ে প্রধান বক্তা মাওলানা কাজী মুহাম্মদ ইয়াসিন বলেন, অনেক ত্যাগ ও আত্মবলিদানের বিনিময়ে আমরা স্বাধীনতা লাভ করেছি। কিন্তু দুঃখের বিষয়, আমরা যে গতানুগতিক ইতিহাস পড়ছি তা অনেকাংশেই বিকৃত ও অসত্য। তিনি বলেন, এই জামিয়ার প্রতিষ্ঠাতা বিশিষ্ট ইতিহাসবিদ গোলাম আহমাদ মোর্তজা সাহেব জীবদ্দশায় ভারতের প্রকৃত ইতিহাসকে তাঁর লেখনী ও বক্তব্যের মাধ্যমে জনমানসে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করে গেছেন। তাঁর মতে, বর্তমানে একটা অশুভ শক্তি ভারতের পবিত্র সংবিধানকে পরিবর্তন করার অপচেষ্টাও চালিয়ে যাচ্ছে। মেমারি জামিয়ার অধ্যক্ষ ও মুহতামিম ক্বারী শামসুদ্দীন আহমাদ বক্তব্য রাখতে গিয়ে বলেন, হিন্দু মুসলমান মিলিত ভাবে আমরা ভারতের স্বাধীনতা জন্য ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছি। তিনি আরও বলেন, যেহেতু এই স্বাধীনতা হিন্দু মুসলিম মিলিত প্রচেষ্টার ফল, তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের প্রত্যেককে দেশের নিরাপত্তা, অখণ্ডতা ও উন্নতির জন্য সচেষ্ট হতে হবে; প্রয়োজনে দেশের জন্য প্রাণ বিসর্জন দিতে তৈরি থাকতে হবে। মেমারি জামিয়ার বিভাগীয় প্রধান মুফতি তালেবুল্লাহ্ কাসেমী বলেন, যেহেতু আমাদের পূর্ব পুরুষরা দেশের স্বাধীনতার জন্য মার খেয়েছেন, জেল খেটেছেন, ফাঁসিতে চড়েছেন তাই স্বাধীনতা দিবস উদযাপনের অধিকার আমরা বেশি রাখি। আর তাই প্রতি বছর নিষ্ঠার সঙ্গে আমরা এই দিবসটি জামিয়া ক্যাম্পাসে পালন করে থাকি এবং ভবিষ্যতেও করতে থাকব ইনশা-আল্লাহ্। বিশিষ্ট ঐতিহাসিক ও প্রখ্যাত বাগ্মী গোলাম আহমাদ মোর্তজার পূণ্যভূমিতে স্বাধীনতার সকাল হয়ে ওঠে উৎসব মুখর । শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের যোগদান করে পালন করে দেশের ৭৫ বর্ষ পূর্তি উৎসব । কেন্দ্রীয় সরকার যার পোশাকী নাম দিয়েছে আজাদি কা অমৃত মহোৎসব । অনুষ্ঠানে পৌরহিত্য করেন স্কুল সম্পাদক কাজী মুহাম্মদ ইয়াসিন । বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।