|
---|
সেখ সামসুদ্দিন, ২৬ জানুয়ারি : মেমারি থানার খয়েরপুর গ্রামে শ্রীরামকৃষ্ণ সত্যানন্দ বিদ্যাপীঠে সরস্বতী পুজো উপলক্ষে ছোট ছোট ছেলে মেয়েদের নৃত্য এবং দুপুরে ভোগ খাওয়ানো হয় এবং ২৬ জানুয়ারি উপলক্ষে অর্চনা আরোগ্য নিকেতনে প্রবাসী হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সুমিত আচার্য ৫৫ জন রোগীর হার্ট পরীক্ষা করেন। এলাকার দুঃস্থ ও পিছিয়ে পড়া বর্গের মানুষেরা এসে এদিন তাদের স্বাস্থ্য পরীক্ষা করান। উপস্থিত ছিলেন স্বামী সত্যানন্দ মহারাজ, স্বামী চৈতন্যানন্দ মহারাজ, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের শল্যচিকিৎসক ডাঃ সুশীল মুরমু, মেমারি ১ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সনাতন হেমব্রম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মহারাজ বলেন ওই এলাকার এসটি সহ পিছিয়ে পড়াবর্গের মানুষদের উন্নয়নে তারা সচেষ্ট। ভবিষ্যতে লক্ষ্য এই দাতব্য চিকিৎসা কেন্দ্রকে গ্রামীণ হাসপাতাল ও মেডিকেল কলেজের রূপান্তরিত করা এবং প্রাইমারী স্কুলকে মাধ্যমিক স্কুলে উন্নীত করা। এছাড়াও এলাকার ছেলেমেয়েদের ক্রীড়া সংস্কৃতিতে প্রতিভাবানদের ন্যাশনাল লেভেলে অংশগ্রহণ করানো। এই কাজে মানুষের সামর্থ্য অনুযায়ী সহায়তায় এগিয়ে আসার জন্য আহ্বান জানান।