|
---|
সেখ সামসুদ্দিন : রাষ্ট্রীয় সম্মান প্রাপ্ত মেমারির খুদে বিজ্ঞানী দিগন্তিকা বোসের এর আবিষ্কৃত মাস্ক শুধু ভাইরাস আটকাবে না, ফুসফুসে প্রবেশের আগেই ধ্বংস হবে। খুব শীঘ্রই করোনা ভাইরাস রুখতে বাজারে আসতে আর সময়ের অপেক্ষা। কেন্দ্রীয় প্রযুক্তি মন্ত্রণালয়ের সমস্ত পরিক্ষা নিরীক্ষার পর সীলমোহর পড়লো। দিগন্তিকার আবিষ্কৃত এই মাস্ক জরুরি পরিষেবায় যুক্ত মানুষ বিশেষ করে ডাক্তার, নার্সদের জীবন রক্ষার সহায়ক । এছাড়াও করোনা পজেটিভ রোগিরা এই মাস্ক পরলে তাঁর ত্যাগ করা ড্রপলেট থেকে করোনা ভাইরাসকে ধ্বংস করার পর বাইরে বেরোতে দেবে। এই মাস্ক উৎপাদন করে সারা দেশে ছড়িয়ে দেবার জন্য ভারত সরকার এর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের স্বশাসিত সংস্থা ন্যাশনাল ইনভেশন ফাউন্ডেশন – ইন্ডিয়ার দায়িত্ব নিয়েছে। সংস্থার তরফে জানতে চাওয়া হয়েছে যে দেশের বিপদে দিগন্তিকা তার উদ্ভাবিত মাস্ক ব্যবহারের সম্মতি দিচ্ছে কিনা।ইতিমধ্যেই দিগন্তিকা দেশের মানুষের কল্যাণে তার নিঃশর্ত সম্মতি জানিয়েছে । দিগন্তিকা অনুভূতি জানতে গিয়ে বলেছে আমি একাধিক রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছি কিন্তু এই অনুভূতি একেবারে অন্যরকম। ভাইরোলজির মত বিষয় নিয়ে কাজ করা তাও আবার বাড়িকেই গবেষণাগার বানিয়ে তৈরি করা মাস্ক সরাসরি করোনা যুদ্ধে অংশ নিতে চলেছে। দেশের জন্য কিছু করতে পেরে আমি খুব আনন্দিত। এ এক অনন্য অনুভূতি। প্রসঙ্গত করোনা বিপর্যয় মোকাবিলায় তার আবিষ্কৃত আরও তিনটি প্রকল্পের পরীক্ষা নিরীক্ষার কাজ চলছে ভারত সরকার এর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগে। উল্লেখ্য দিগন্তিকা মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা ২ একাদশ শ্রেণীর ছাত্রী শিক্ষক পীযূষ বোসের ভাইজী। মেমারি ৩ নং ওয়ার্ডের সুলতানপুর নিবাসী সুদীপ্ত বোস ও শুভ্রা বোসের কন্যাশ্রী।