|
---|
নূর আহামেদ মেমারি :২৫ মে মেমারি পৌরসভার উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মজয়ন্তী শ্রদ্ধার সাথে পালন করা হয়। পৌরভবনে অফিসের ভিতর কবির প্রতিকৃতিতে মাল্যদান করেন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী ও ১৩ নং ওয়ার্ডের প্রাক্তণ কাউন্সিলর বিদ্যুৎ দে। এছাড়াও উপস্থিত সকল স্থানীয় শিল্পীবৃন্দরা পুষ্পার্ঘ নিবেদন করেন কবির প্রতিকৃতিতে। সঙ্গীতের মাধ্যমের শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন স্বাতী স্যানাল., পুলক সিংহরায়, ভূমিকা বর্মন মুখার্জী, জয়ন্ত গাঙ্গুলী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চেয়ারম্যান স্বপন বিষয়ী ও পৌরকর্মী দিব্যেন্দু ভট্টাচার্য্য।