|
---|
সেখ সামসুদ্দিন : ২৪ আগস্ট মেমারি ন্যাশনাল ইনসিওরেন্স সংস্থার পক্ষ থেকে স্বাস্থ্য সচেতনতায় স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হয়। শুধু অফিসার নয়, পলিসি হোল্ডার থেকে সাধারণ মানুষ সকলের স্বাস্থ্য পরীক্ষার সুবিধা দেওয়া হয়। এখানে বেসরকারি হাসপাতালের পক্ষ থেকে চোখ, দাঁত, মেডিসিন, সুগার, প্রেসার, ইসিজি সহ স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সংস্থার ম্যানেজার জানান এই প্রথম সংস্থার পক্ষ থেকে স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হলো এবং ভবিষ্যতে এই ধরনের আরো উদ্যোগ নেয়া হবে। উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, মেমারি কলেজের অধ্যক্ষ দেবাশীষ চক্রবর্তী সহ সংস্থার জেলা ও ব্রাঞ্চ ম্যানেজার ও অন্যান্য অফিসার এবং এজেন্টবৃন্দ। এদিন বহু মানুষ এখানে স্বাস্থ্য পরীক্ষা করান।