মেমারি ন্যাশনাল স্কুলে স্বাধীনতা দিবস পালন সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা উদযাপন

স্টাফ রিপোর্টার : পূর্ব বর্ধমান জেলার মেমারিতে ঐতিহাসিক গোলাম আহমাদ মোর্তজা প্রতিষ্ঠিত বাংলার অন্যতম প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান মেমারি মামুন ন্যাশনাল স্কুল এ স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি পালন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন প্রতিষ্ঠানের বর্ষিয়ান শিক্ষক ধর্মদাস সরকার । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল সম্পাদক মাওলানা কাজী মুহাম্মদ ইয়াসিন। স্কুল সুপার কাজী মুহাম্মদ ত্বহসীন প্রমুখ। শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক সংগীত, ক্যুইজ, দেশাত্মবোধক কবিতা আবৃত্তি, তাৎক্ষণিক বক্তৃতার মতো প্রতিযোগিতামূলক বিষয়ে অংশগ্রহণ করে।আলোচনাসভায় অংশ নিয়ে প্রবীণ শিক্ষক ধর্মদাস সরকার দেশের স্বাধীনতা অর্জনে বীর শহিদদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরেন। তিনি দেশের স্বাধীনতা রক্ষায় ছাত্র-যুবাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। স্কুল সম্পাদক কাজী মুহাম্মদ ইয়াসিন তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের সু-নাগরিক হয়ে ওঠার ওপর জোর দেন। তিনি বলেন, সমাজ-দেশ তাদের মুখের দিকে চেয়ে আছে। কারণ তারাই দেশের ভবিষ্যৎ। এবং স্বাধীনতার রক্ষা কর্তা। স্কুল সুপার কাজী মুহাম্মদ ত্বহসীন বলেন, যুবশক্তিই দেশের স্বাধীনতা সংগ্রামে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে। শিক্ষার বৌদ্ধিক চেতনা ব্যতিত সেই স্বাধীনতা রক্ষা করা কঠিন। স্বাভাবিক ভাবেই, দেশের স্বাধীনতা ও দেশের বিকাশ নির্ভর করছে তোমাদের মতো ভবিষ্যৎ প্রজন্মের ওপর। বক্তব্য রাখেন অন্যান্য শিক্ষক ও শিক্ষা কর্মী গণ। বিশিষ্ট ঐতিহাসিক ও প্রখ্যাত বাগ্মী গোলাম আহমাদ মোর্তজার হাতে গড়া এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের দেশাত্মবোধের আয়োজনে উৎসবমুখর হয়ে ওঠে প্রাঙ্গণ। অনুষ্ঠানে পৌরহিত্য করেন স্কুল সম্পাদক কাজী মুহাম্মদ ইয়াসিন । অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।                                                                      ছবি : নাজের রসুল।