|
---|
সেখ সামসুদ্দিন, ১৮ ডিসেম্বর : মেমারি বাস ওনার্স অ্যাসোসিয়েশন ও পাহাড়হাটি ট্রেকার সংগঠনের পক্ষ থেকে মেমারি নতুন বাস স্ট্যান্ডে রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হয়। এই শিবিরের উদ্বোধন করেন মেমারি বিধানসভার বিধায়ক তথা ডিপিএসসি-র চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য্য। উপস্থিত ছিলেন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ, বিশিষ্ট সমাজসেবী অচিন্ত্য চ্যাটার্জী, আশীষ ঘোষ দস্তিদার, মেমারি পুরসভার সহ প্রশাসক কৃষ্ণ বিশ্বাস, বোর্ডের সদস্য মানসুরা বেগম, মহিলা নেত্রী গীতা দাস সহ মেমারি বিধানসভা এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও উদ্যোক্তা সংগঠনের সদস্যবৃন্দ। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় ৬০ ইউনিট রক্ত নেয়া হয়। এছাড়াও বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল সহ অর্থোপেডিক্স সার্জেন্ট ডাঃ বিপ্লব চ্যাটার্জী, চক্ষুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক, হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক, হোমিওপ্যাথি ডাক্তার সহ বিভিন্ন বিভাগের চিকিৎসকবৃন্দ। এদিন পরিবহন শ্রমিক সহ উপস্থিত সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।