মেমারিতে নেতাজীর জন্ম জয়ন্তী পালন

সংবাদদাতা

    পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির মেমরি ১ নং ব্লকের উদ্যোগে বীর সেনা নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়  পতাকা উত্তোলন ও নেতাজির প্রতিকৃতিতে মাল্য দানের মাধ্যমে দলীয় কার্যালয়ে উদযাপন করা হলো। পতাকা উত্তোলন করেন পৌরসভার উপপ্রধান মাননীয় সুপ্রিয় সামন্ত মহাশয়, উপস্থিত ছিলেন মেমারি 1নং ব্লকের শিক্ষক সমিতির সভাপতি মাননীয় কৌশিক মল্লিক মহাশয় ,শ্রমিক নেতা শ্রী আশীষ রায় মহাশয় ও অন্যান্য শিক্ষক বৃন্দ