|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি : মেমারি ১ ব্লকে নিমো ২ অঞ্চলের প্রধান শেখ আব্দুল রহমান উন্নয়নমূলক কাজকে ত্বরান্বিত করতে চান। পূর্ব বর্ধমানের মেমারি ১ নং ব্লকের নিমো ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে আসীন হলেন শেখ আব্দুল রহমান। কাছের মানুষ, কাজের মানুষ শেখ আব্দুল রেহমান প্রধান পদ পাওয়ায় এলাকার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। কংগ্রেসী পরিবারে তাঁর জন্ম। রাজ্যে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পরই তিনি এই দলের সক্রিয়ভাবে যোগদান করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে একনিষ্ঠভাবে তিনি সামাজিক কাজ করে চলেছেন। পুরস্কার স্বরূপ মিলেছে প্রধানের মতো গুরু দায়িত্ব। বিচ্ছিন্নভাবে দুর্নীতি ইতি উতি উঁকি দিলে ও তাঁকে কোন অংশেও স্পর্শ করতে পারেনি। এক সাক্ষাৎকারে শেখ আব্দুল রেহমান এই প্রতিবেদক কে বলেন, ২০১১ সালের পর থেকে এই এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। এখন ও যে কাজগুলি বাকি আছে সেই কাজগুলিকে তিনি প্রথমে প্রাধান্য দিতে চান। পানীয় জল, ড্রেনেজ সংস্কার, রাস্তাঘাট। এছাড়াও এলাকার মানুষের সমস্যাগুলি নিয়ে তিনি সমীক্ষা চালাবেন। এ ব্যাপারে তিনি আশাবাদী যে দলের কর্মীরাও তাকে শরবতভাবে সহযোগিতা করবেন। প্রধান পদে আসীন হওয়ার ক্ষেত্রে মেমারি ১ নং ব্লক সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি, অঞ্চল সভাপতি কৌশিক সিংহ রায়, আশফার হোসেন, আমজাদ হোসেন প্রমুখ দলীয় নেতৃত্বদের প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উপপ্রধান পদে আসীন হয়েছেন জয়ন্তী মুর্মু। এই এলাকার তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী বিশিষ্ট সমাজসেবী মোঃ আহসান মন্ডল এ প্রসঙ্গে বলেন, শেখ আব্দুল রেহমান খুবই নিষ্ঠাবান ব্যক্তি। প্রতিনিয়ত তিনি সাধারণ মানুষের সুখ দুঃখের পাশে দাঁড়ান। এই ধরনের ব্যক্তি প্রধান পদ পাওয়ায় তিনি আশাবাদী এলাকার প্রভূত উন্নতি সাধন ঘটবে।