মেমারির নিমো মাল পাড়াতে তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

নূর আহমেদ : মেমারির নিমো মাল পাড়াতে তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ শনিবার রাতে অন্ধকারে বিজেপি আশ্রীতো দুষ্কৃতীরা তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর করে। ভেতরে থাকা তৃণমূলের ফ্লেক্স, পতাকা অভিষেক ও মমতা ব্যানার্জির qছবি ছেড়ে দেওয়া হয় । চালের উপর গোটা ইট ছুড়ে এডবেস্টার এর ছাউনি ভেঙে দেওয়া হয়। রবিবার সকালে তৃনমূল তরফে প্রতিবাদ জানাতে জিটি রোড অবরোধ করে,খবর পেয়ে ঘটনায় স্থলে আসে মেমারি থানার পুলিশ ও কেন্দ্র বাহিনী র জোয়ানরা। পুলিশ পৌঁছাতেই পুলিশের উপর চড়াও হয় তৃনমূলের কর্মীরা। তৃনমূলের অভিযোগ পুলিশ তাদের উপর চড়াও হয়। পাল্টা বিক্ষোভ দেখানো শুরু করলে ছত্র ভঙ্গ করতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী তাড়া করে। ঘটনা ঘিরে উত্তেজনা থাকায় এলাকায় রেয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর টহল। যদিও বিজেপির তরফে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি।