|
---|
সেখ সামসুদ্দিন : ১৯ জুলাই, মেমারি ১ ব্লক অফিসে ডেভেলপমেন্টের মাসিক মিটিং করা হয়। মিটিংয়ে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, বিডিও আলি মহঃ ওলি উল্লাহ, জয়েন্ট বিডিও অংশুমান ঘোষ, ব্লক আধিকারিক শুভেন্দু সাঁই সহ বিভাগীয় আধিকারিক, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, সহ অন্যান্য কর্মাধ্যক্ষ, দশটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অফিসারবৃন্দ। বিশেষ সূত্রে জানা যায় এটি রুটিন মাফিক মাসিক মিটিং এবং ব্লকের এমজিএনআরইজিএস, একশো দিনের কাজ, বাংলা আবাস যোজনা, ফিফটিনথ এফসি, কৃষি, রেশন সহ সামগ্রিক বিভিন্ন প্রকল্পের উন্নয়নমুখি কাজ বিষয়ক আলোচনা হয়। বিধায়ক বিশেষ নজর দিতে বলেন একশো দিনের কাজ সহ ২০১৯-২০ ও ২০২০-২১ অর্থবর্ষের বাংলা আবাস যোজনার যে সকল গৃহ সম্পূর্ণ হয়নি তা তদারকির মাধ্যমে অগ্রাধিকারের ভিত্তিতে সম্পূর্ণ করতে।