|
---|
নূর আহামেদ, মেমারি : ১৮ ফেব্রুয়ারি ২০২১কৃষকসভার উদ্যোগে হাওড়া বর্ধমান মেন লাইন শাখার রসুলপুর স্টেশনে বাম কর্মীদের রেল অবরোধ। রেললাইনের উপর বসে পড়েন অবরোধকারীরা। ঘটনা স্থলে রেল পুলিশ পরিস্থিতির সামাল দেন। কৃষকসভার নেতা আন্তাজ আলি দফাদার জানান, কেন্দ্র সরকার কৃষকদের উপর নির্মমভাবে অত্যাচার করছে, এই কৃষি আইন বাতিলের জন্য কৃষকদের সাথে আলোচনাই বসতে হবে। গোটা পশ্চিমবঙ্গে ২৫২ কৃষক আত্মহত্যা করেছেন। রাজ্যসরকারও কৃষকদের স্বার্থে কোন কাজ করছেন না। অবরোধ চলাকালীন উপস্থিত ছিলেন কৃষকসভার নেতা আন্তাজ আলি দফাদার, জয়দেব ঘোষ, ভবানী ব্যানার্জী, কুণাল বক্সী।ঘন্টাখানেক এই অবরোধ চলে, পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। এই একই অবরোধ পালসিট রেলওয়ে স্টেশনের কাছেও হয়।