|
---|
সেখ সামসুদ্দিন,২৯ জানুয়ারি : পূর্ব বর্ধমানের মেমারি পৌরসভা পরিচালিত বিবেক চ্যালেঞ্জ ট্রফি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় হাটপুকুর স্টেডিয়ামে। রবিবার ফাইনাল খেলায় বর্ধমান জেলা পুলিশ একাদশ ও সড়রা রাদ একাদশের মধ্য অনুষ্ঠিত হয়।সড়রা রাদ একাদশ ২-১গোলে বর্ধমান জেলা পুলিশ একাদশকে পরাজিত করে। প্রথমার্ধে ১০ মিনিট, ১৮ মিনিটে দুটি গোল করে সড়রা রাদ একাদশের গৌরাঙ্গ হাঁসদা গোল করে দলকে এগিয়ে দেয়। বর্ধমান জেলা পুলিশ একাদশের সন্দীপ সরেন পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমায়।আয়োজক সংস্থার পক্ষে পৌরসভার কাউন্সিলার ডাঃ চিরঞ্জীব ঘোষ জানান, জয়ী দলের-তুষার হেমব্রম সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। উপস্থিত ছিলেন ভারতীয় দলের প্রাক্তন খেলোয়াড় তনুময় বসু, পৌরসভার পৌরপ্রধান স্বপন বিষয়ী, উপ পৌরপ্রধান সুপ্রিয় সামন্ত, কাউন্সিার সেখ ইউসুফ, বাপি ব্যানার্জী, প্রাক্তন ফুটবলার তথা সাংবাদিক জয়ন্ত বিশ্বাস, মেমারি থানার পুলিশ অফিসারবৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন স্টেডিয়ামের দর্শক আসন ছিল পূর্ণ।