|
---|
নূর আহমেদ, মেমারি রথযাত্রা কমিটির উদ্যোগে রবিবার বিকেল সাড়ে তিনটা নাগাদ রথের দড়ি টেনে রথযাত্রার শুভ সূচনা করলেন মেমারি পৌরসভার পৌরপিতা স্বপন বিষয়ী, পাশাপাশি এদিন এই শুভক্ষণে উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার উপ পৌর পিতা সুপ্রিয় সামন্ত ও মেমারি পৌরসভার বেশ কিছু কাউন্সিলর গণের পাশাপাশি মেমারির নাগরিকবৃন্দ, মেমারির মায়ের কোল এলাকা থেকে জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়ে মেমারি শহরের উত্তর প্রান্ত অতিক্রম করে পুনরায় মেমারীর মায়ের কোল এলাকায় এসে শেষ হয়।