|
---|
সেখ সামসুদ্দিনঃ মেমারি পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন স্বপন বিষয়ী ও সদস্য সুপ্রিয় সামন্তের নাম নির্বাচিত হওয়াই ৭ নম্বর ওয়ার্ড কমিটি ও জেলা যুব সংগঠনের পক্ষ থেকে সম্বর্ধনা দেয়া হয়। এদিন বোর্ড সদস্য সুপ্রিয় সামন্ত অনুপস্থিত থাকাই চেয়ারপারসন স্বপন বিষয়ীকেই পুষ্প স্তবক দিয়ে শুভেচ্ছা জানান মেমারি পুরসভার ৭নং ওয়ার্ড কমিটির সভাপতি বাপি মুখার্জী সহ সদস্যবৃন্দ এবং জেলা যুব সংগঠনের সহ সভাপতি আশীষ ঘোষদস্তিদার সহ যুব সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রদীপ কুমার কোলে, দেবাশীষবাবু, শুভ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্বপন বিষয়ী বলেন আজকের এই শুভেচ্ছায় নতুন করে কাজ করার আরও উৎসাহিত হচ্ছি।