| |
|---|
নিজস্ব সংবাদদাতা : দরিদ্রতাকে জয় করে এ বছর উচ্চমাধ্যমিকে নজর কাটা সাফল্য পেয়েছে মেমারি থানার দুর্গাপুর অঞ্চলের শ্যামনগর গ্রামের মেয়ে সোমা মালিক। দেবীপুর ষ্টেশন গার্লস হাই স্কুলের ছাত্রী সোমা এবছর উচ্চ মাধ্যমিকে দেবীপুর ষ্টেশন গার্লস হাই স্কুলের মধ্যে সর্বোচ্চ ৪৬০ নাম্বার পেয়ে সবাইকে অবাক করেছে ।
আজ শনিবার মেমারি প্রেসক্লাব এর পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হল। এই অনুষ্ঠানে মেমারি প্রেসক্লাবের সভাপতি তথা মেমারির বরিষ্ঠ সাংবাদিক নুর আহমেদ এবং বসিয়ান সাংবাদিক পার্থশখা অধিকারী ছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
সভাপতি, মালিকের হাতে স্মারকলিপি, পুস্তক একটি গাছের চারা উপহার হিসেবে তুলে দিয়ে আশীর্বাদ করেন। আগামী দিনে সোমার উচ্চশিক্ষার সাফল্য কামনা করে মেমারি প্রেসক্লাব। এবং আগামী দিনে যে মেমোরি প্রেসক্লাব তার পাশে আছে সে কোথা জানাতে ভুল করেননি সভাপতি মহাশয়।


