মেমারি পুরসভার প্রশাসনিক বোর্ড নতুন করে ঘোষণা করা হয়

২২ আগষ্ট, সেখ সামসুদ্দিন : সম্প্রতি পাঁচ সদস‍্যের মেমারি পুরসভার প্রশাসনিক বোর্ড নতুন করে ঘোষণা করা হয়। সেই বোর্ডের প্রশাসক স্বপন বিষয়ী, সহ প্রশাসক ডঃ ক‍ৃষ্ণপদ বিশ্বাস, সদস‍্য সন্তোষ বোয়াল, মানসুরা বেগম ও পল্লব চ‍্যাটার্জী। নিয়ম অনুযায়ী দুই সদস‍্যের বোর্ড সেদিনই ভেঙে যায়, নুতন বোর্ড না হওয় পর্যন্ত পুরাতন প্রশাসক কার্যভার চালাবেন। আজ মেমারি পুরসভার প্রশাসনিক বোর্ডের তিন সদস‍্যের কাছে কোন অফিসিয়াল পত্র না যাওয়ায় তারি না এলেও পুরসভায় পৃথকভাবে প্রবেশ করেন প্রশাসক ও সহ প্রশাসক। মেমারি নতুন বাসস্ট‍্যান্ড থেকে মতুয়া সংঘের মহামিছিল সহযোগে পুরসভায় প্রবেশ করেন। তাকে অভ‍্যর্থনা জানান অ‍্যাকাউন্ট অফিসার দিব‍্যেন্দু ভট্টাচার্য্য (বাপি)। নতুন বোর্ডের পাঁচ সদস‍্য একযোগে প্রবেশ করে অভ‍্যর্থনা না নেওয়াই জনমানসে প্রশ্ন দেখা দেয়। আরও প্রশ্ন ওঠে নির্বচিত জনপ্রতিনিধি না হয়ে সরকারি সুপারিশে বোর্ডে আসা ব‍্যক্তি কিভাবে ধর্মীয় সংগঠনের মিছিল সহযোগে প্রবেশ করেন? সরকারি দপ্তরে ধর্মীয় স্লোগান দেওয়া হয়! যদিও পুরসভার এক্সিকিউটিভ অফিসার শ্রবণ কুমার নন্দী জানান বোর্ড সদস‍্যদের চিঠি পাঠানো হচ্ছে আগামী শুক্রবার প্রথম বোর্ড মিটিং করার জন‍্য এবং ঐদিনই হবে প্রশাসক বোর্ড সদস‍্যদের অফিসিয়ালী দায়িত্ব গ্রহণ। এছাড়াও তিনি জানান সরকারিভাবে নমিনেট করায় কোন শপথ গ্রহণের কিছু থাকছে না। এদিন সহ প্রশাসক কর্মীদের আলাপ করতে এসেছিলেন।