|
---|
নূর আহমেদ : রবিবার সকাল ১১ টা নাগাদ মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যা মন্দির শাখা ১ এর মঞ্চে একটি স্বেচ্ছায় রক্ত দান শিবির অনুষ্ঠিত হয়। মেমারি নেহুরু যুব কম্পিউটার ও আঁচল এনজিওর উদ্যোগে ও মেমারি সম্প্রীতি ঐক্যের সহযোগিতায় আয়োজিত রক্তদান শিবিরে ৪৬ জন রক্তদাতা রক্তদান করেন। রক্ত সংগ্রহে ছিলেন কেমরি হাসপাতাল। প্রত্যেক রক্তদাতা কে একটি করে বৃক্ষ চারা উপহার দেওয়া হয়। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জিলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী, মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যা মন্দির শাখা ১ এর পরিচালন সমিতির সভাপতি আশিস ঘোষ দোস্তিদার। উদ্যোক্তা দের পক্ষ থেকে জানানো হয় ব্লাড ব্যাংক গুলি রক্ত সংকটে ভুগছে তাই আমরা এই শিবিরের আয়োজন করলাম।