|
---|
নূর আহমেদ : আয়াক্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও স্কলার্স হাব এর যৌথ পরিচালনায় মেমারির শ্রী দুর্গা পল্লী এলাকায়, আয়োজিত হয় সেন্ট প্যাট্রিক্স গ্রান্ড উইন্টার কার্নিভাল, উপস্থিত এসপি ও এসডিপিও এবং ওসি।পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি এক নম্বর ব্লকের মেমারি পৌরসভার অন্তর্গত শ্রী দুর্গা পল্লী এলাকায়,আয়াক্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও স্কলার্স হাব এর যৌথ পরিচালনায় মেমারির শ্রী দুর্গা পল্লী এলাকায়, আয়োজিত হয় সেন্ট প্যাট্রিক্স গ্রান্ড উইন্টার কার্নিভাল, এই উইন্টার কার্নিভালের শুভ উদ্বোধন করেন, এসপি কামনাশিস সেন, বর্ধমান সদর দক্ষিণ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ্ত মুখার্জি,আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় উইন্টার কার্নিভালে থাকছে বিনামূল্যে শিশুদের জন্য স্বাস্থ্য পরীক্ষা,এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।