মেমারি শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলনী ও কর্মী সংবর্ধনা মেমারিতে।

নূর আহমেদ : মেমারি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন ঘোষালের নেতৃত্বে এবং মেমারি শহর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এদিন রবিবার বিকেল চারটে নাগাদ মেমারির উৎসব অনুষ্ঠান হলে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলনী ও কর্মী সংবর্ধনা।

    উপস্থিত ছিলেন রাজ্য আদিবাসী সেলের সভাপতি দেব টুড, মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, মেমারি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন ঘোষাল, সহ-সভাপতি আশীষ ঘোষ দস্তিদার,মেমারি শহর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সৌরভ সাঁতরা ও মেমারি শহর আইএনটি সভাপতি শেখ আসরফ আলী,

    এদিন এই বিজয়া সম্মেলনীর মঞ্চ থেকে মেমারি শহর তৃণমূল কংগ্রেস কর্মীদের সংবর্ধনা জানানো হয় পাশাপাশি উপস্থিত তৃণমূল কংগ্রেস কর্মীদের বিজয়ার শুভেচ্ছা জানান উপস্থিত তৃণমূল নেতৃত্ব। এবং সবশেষে কর্মীদের মিষ্টিমুখ করিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।