|
---|
সেখ সামসুদ্দিন : ১ জুলাইঃ মেমারি শহরে মহাধুমধামে চলছে রথযাত্রা। এই রথযাত্রার উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন। উপস্থিত ছিলেন সপরিবারে পুলিশ সুপার। এছাড়াও ছিলেন এস ডি ও সাউথ, এসডিপিও সাউথ সুপ্রকাশ চক্রবর্তী, মেমারি থানার ওসি সুদীপ্ত মুখার্জী সহ পুলিশ কর্মীবৃন্দ, মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত সহ কাউন্সিলারবৃন্দ, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সদস্য নিত্যানন্দ ব্যানার্জী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন প্রথম রথের রশি টানেন পুলিশ সুপার। মেমারি মায়েরকোল পাড়া থেকে শুরু হয়ে বামুনপাড়া মোড়, নিউমার্কেট স্টেশন বাজার, রেলগেট, সোনাপটি, হসপিটাল মোড় হয়ে মায়ের কোলপাড়ায় শেষ হয়। এই রথযাত্রা থেকে পুলিশ সুপার মহাকুমা শাসক ও চেয়ারম্যান সাধারণ মানুষের জন্য শুভেচ্ছা জানান, ভালো থাকার বার্তা দেন।