|
---|
সংবাদদাতা : আজ শিক্ষক দিবস এই শিক্ষক দিবসে ব্লক এক নম্বর দুই নম্বর শিক্ষক সমিতির সভাপতি কৌশিক মল্লিক এর উদ্যোগে মেমারি ১০ নম্বর ওয়ার্ডের অনুষ্ঠিত হয় শিক্ষক দিবসের এক মহৎ অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারির পৌরসভার পৌরপ্রধান স্বপন বিষয়ী, উপপ্রধান মাননীয় সুপ্রিয় সামন্ত ও সেখ মোয়াজ্জেম নিতাই ব্যানার্জি, মেমারি পৌরসভার কাউন্সিলর বৃন্দ এবং আরো অনেক নেতৃবৃন্দ সকলের শিক্ষকদের প্রণাম ও শ্রদ্ধা জানান সর্বপল্লী রাধাকৃষ্ণাণ এর ফটোতে মাল্যদান করেন এবং পুষ্প দেন।এছাড়াও, স্বপন বিষয়ী, সুপ্রিয় সামন্ত মহাশয়এবং নিতাই ব্যানার্জি মহাশয় ও বাকি সকল নেতৃত্ব শিক্ষকদের সম্মান জানিয়ে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে তাদের বক্তব্য রাখেন।