|
---|
নূর আহমেদ: মেমারি, ৪ মার্চ,জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা উচ্চমাধ্যমিক, আজ থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রত্যেকটি সেন্টারে সেন্টারে দেখা গেলো পরীক্ষার্থী সহ অভিভাবক অভিভাবিকাদের।এদিন পরীক্ষার প্রথম দিনে মেমারি সম্প্রীতি ঐক্যের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হলো, দেবীপুর স্টেশন গার্লস হাই স্কুলে যে সমস্ত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিতে এসেছে তাদের প্রত্যেকের হাতে জলের বোতল, কলম, ও গোলাপ ফুল দিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষার জন্য শুভকামনা জানানো হয়। এবছর পূর্ব বর্ধমান জেলায় মোট উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১৮ হাজার ৩৪০ জন। যার মধ্যে ১০ হাজার ২৬৪ জন ছাত্রী। মোট ৯৩ টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।এদিন মেমারী সম্প্রীতি ঐক্যের পক্ষ থেকে জানানো হয়, সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা ভালো ফল করুক, ঠান্ডা মাথায় পরীক্ষা দিক, তাদের প্রত্যেকের যেন মনের ইচ্ছে পূর্ণ হয় এই প্রার্থনা করি।