মেমারি শহর ও ব্লকের রাজমিস্ত্রি ও শ্রমিক সংগঠনগুলিকে নিয়ে কর্মী সম্মেলন করা হয়

সেখ সামসুদ্দিন : ২২ মে, মেমারি শহর ও ব্লকের রাজমিস্ত্রি ইউনিয়ন সহ রংমিস্ত্রি, ছুতোর মিস্ত্রি ও শ্রমিক সংগঠনগুলিকে নিয়ে কর্মী সম্মেলন করা হয়। মেমারি শ্রীদূর্গা কোল্ড স্টোরেজের এই সম্মেলনে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য‍্য, বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু, মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান তথা শ্রমিক সংগঠনের সভাপতি সুপ্রিয় সামন্ত, সহ কাউন্সিলরবৃন্দ বর্ষীয়ান তৃণমূল নেতা অচিন্ত্য চ্যাটার্জী, আশীষ ঘোষ দস্তিদার, ব্লক সহ সভাপতি সন্দীপ প্রামানিক, ছাত্র সংগঠনের জেলা সভাপতি সহ সভাপতি মুকেশ শর্মা, বাস ইউনিয়নের সভাপতি সুকান্ত হাজরা সহ রাজমিস্ত্রি ইউনিয়নের নেতৃত্ব ও কর্মীবৃন্দ। এদিনের সম্মেলনে শ্রমিক সংগঠনের কি কি কর্তব্য, তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কি কি সুবিধা প্রদান করেছে এবং তাদের সরকারি প্রকল্পের সকল সুবিধা নিতে গেলে নির্দিষ্ট যে সকল ফর্ম পূরণ করতে হবে বলে জানানো হয়। এই কাজে সর্বস্তরের নেতৃত্ব তাদের পাশে থাকছেন। যে কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে যোগাযোগ করলে তারা সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন দেবু টুডু। তার বক্তব্যে কেন্দ্রীয় সরকারকে তথা বিজেপি রাজনৈতিক দলকে একহাত নেন। তার বক্তব্যে রাজ্যের বকেয়া না দিয়ে রাজ্য সরকারকে নানানভাবে প্রতিবন্ধকতা করার জন্য কড়া সমালোচনা করেন।