মেমারি শহরের ব্লক তৃণমূল কংগ্রেসের হিন্দি ভাষী সেলের পক্ষ হতে সভা করা হয়

সেখ সামসুদ্দিন : শিক্ষক, যুব, ছাত্র, জয়হিন্দ বাহিনী, সংখ্যালঘুর পর এবার হিন্দি ভাষী সেল নতুন সংযোজন হল তৃণমূল কংগ্রেসের। মেমারি শহরের কৃষ্টি হলে শহর ও ব্লক হিন্দি ভাষী সেলের পক্ষ হতে সভা করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক নার্গিস বেগম, প্রাক্তন বিধায়ক অধ‍্যাপক ডঃ আবুল হাসেম মন্ডল, জেলা সহ সভাপতি স্বপন বিষয়ী, জেলা সাধারণ সম্পাদক সুপ্রিয় সামন্ত, হিন্দি ভাষী সেলের জেলা, ব্লক ও শহর সভাপতি, মেমারি ১ ও ২ ব্লক সভাপতি মধুসূদন ভট্টাচার্য ও মহঃ ইসমাইল, শহর সভাপতি অচিন্ত‍্য চ‍্যাটার্জী, জেলা যুব সাধারণ সম্পাদক নিত‍্যানন্দ ব‍্যনার্জী সহ সকল শাখা সংগঠনের নেতৃত্ব। হিন্দি ভাষী সংগঠনের শহর সভাপতি মুকেশ শর্মা জানান মুখ‍্যমন্ত্রী রাজ‍্যে বসবাসকারী বা কর্মসূত্রে আগত হিন্দি ভাষীদেরও সেল গঠন করে বুঝিয়ে দিলেন বাঙালি ও অবাঙালিদের মধ‍্যে কোনো ভেদ রাখেননি। তিনি জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন‍্য বাংলায় আন্তরিক। মঞ্চ থেকে নেতৃত্ব বাংলার উন্নয়ন অব‍্যাহত রাখতে জোড়াফুলে ভোট দিয়ে মমতা ব‍্যানার্জীকে পুনরায় মুখ‍্যমন্ত্রীর মসনদে আসীন করার আবেদন জানান।