তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের আহ্বানে মেমারিতে বিবেকানন্দ মূর্তির পাদদেশে সংহতি সভা

সেখ সামসুদ্দিন : মেমারি শহর তৃণমূল কংগ্রেস ও মেমারি শহর সংখ্যালঘু সেলের আহ্বানে বিবেকানন্দ মূর্তির পাদদেশে সংহতি সভা ও সর্বধর্ম সমণ্বয় সভা করা হয়। উপস্থিত ছিলেন পুরসভার সহ প্রশাসক সুপ্রিয় সামন্ত, পূর্ব বর্ধমান জেলা ছাত্র সংগঠনের সহ সভাপতি মুকেশ শর্মা, যুবনেতা ফারুক আবদ্দুলা, শহর সভাপতি অচিন্ত চট্টোপাধ্যায়, সহ সভাপতি আশীষ ঘোষদস্তিদার, প্রাক্তন কাউন্সিলর রত্না দাস, চিরজ্ঞীব ঘোষ, বিদুৎ দে, শিক্ষক সংগঠনের সভাপতি কৌশিক মল্লিক সহ সকল নেতৃত্ব। বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন সুপ্রিয় সামন্ত ও অচিন্ত চট্টোপাধ্যায়।রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করেন আশীষ ঘোষদস্তিদার, নজরুলের প্রতিকৃতি মাল্যদান করেন ফারুক আবদ্দুলা সহ সকল নেতৃত্ব। উপস্থিত সকল নেতৃত্ব তাদের বক্তব্যে বলেন দেশের অখন্ডতা ও ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে হবে এবং বিজেপির মতো দলকে বাংলার মাটিতে ঠাঁই দেওয়া যাবে না। মমতা ব্যানার্জীর উন্নয়ন আবার একুশে তৃণমুলকে ক্ষমতায় আনবে বলে আত্মবিশ্বাসী নেতৃত্ব।