|
---|
নূর আহমেদ,মেমারী : ২৭ নভেম্বর বিশ্বের সবচেয়ে বড় ও জটিল সংবিধান বলতেই নাকি প্রথমে উঠে আসে ভারতের সংবিধান তথা ন্যায় সংহিতার কথা।ভারতেক সংবিধানের ইতিহাসের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় ২৬ নভেম্বর ১৯৪৯ তারিখের কথা। এই দিনেই গৃহীত হয়েছিল সংবিধান। জাতির জন্য এটি উৎসর্গ করা হয়েছিল। পরে বাস্তবায়িত করা হয়েছিল ১৯৫০ সালের ২৬ জানুয়ারি। যেহেতু ১৯৪৯ সালের ২৬ নভেম্বর এটি গৃহীত হয়, তাই ওই দিনটিকে সংবিধান দিবস হিসেবে পালন করা হয়।মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মেমারি বামুনপাড়া মোড়ে পালিত হল সংবিধান দিবস। নবজাগরণ মঞ্চ আয়োজিত সংবািধান দিবসে বিভিন্ন পেশায় যুক্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করেন নবজাগরণ মঞ্চের সভপতি সামসুল আলম, সম্পাদক মিনহাজউদ্দিন আহাম্মেদ সহ অন্যান্য সদস্যরা।