|
---|
সংবাদদাতা : আজ মেমারী ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে এবং মেমারি ১নং ব্লকের সভাপতি মাননীয় নিত্যানন্দ ব্যানার্জির নির্দেশে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে দেবীপুর অঞ্চলের মাতিশ্বর বাজারে এক পথসভা অনুষ্ঠিত হল।উক্ত সভায় উপস্থিত ছিলেন মেমারি ১ নং ব্লকের সভাপতি মাননীয় নিত্যানন্দ ব্যানার্জি মহাশয়, মেমারি বিধানসভা প্রাক্তন বিধায়ক আবুল হাসেম মন্ডল সাহেব, ১নং ব্লকের মহিলা সভাপতি মাননীয়া গীতা দাস, বর্ষিয়ান নেতা মহসিন সাহেব, জেলা তৃণমূলের সহসভাপতি হাকিম সাহেব, মেমারি ১ নং ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি মীর পারভেজ ,মেমারি ১ নং ব্লকের শিক্ষাসেলের সভাপতি কৌশিক মল্লিক মহাশয় , তৃণমূলের প্রতিষ্ঠা লগ্নের সদস্য আশীষ রায় ও স্থানীয় নেতৃবৃন্দ।