|
---|
নূর আহমেদ, মেমারী : বছর ঘুরতেই রাজ্যে বিধানসভা নির্বাচন। নির্বাচনে রাজনৈতিক ফায়দা তুলতে ময়দানে নেমে পড়েছে রাজ্যের শাসক দল। শনিবার মেমারী ১ ব্লকের নিমো ২ গ্রাম পঞ্চায়েতের সরডাঙা গ্রামে ভুয়া ভোটার তালিকা ক্ষতিয়ে দেখলেন মেমারীর বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। বিধায়ক বলেন মেমরি বিধানসভাতেও দুটো ভুয়ো নাম চিহ্নিত করা হয়েছে। ভুয়া ভোটারের নাম সামনে আসতেই উদ্বিগ্ন বিধায়ক। তিনি আরো বলেন মেমারি বিধানসভার নিমো ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সরডাঙ্গাগ্রামের ১৯৫ নম্বর পাটে সেখ জামাল (৫৯ )ক্রমিক সংখ্যা৭৬৬ এবং সেখ আব্দুল মুক্তার (৪০) ক্রমিক সংখ্যা ৭৮৬ ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে ভুতুড়ে ভোটারের খোঁজে রাজ্যের বিভিন্ন প্রান্তে শাসকদলের নেতা কর্মী ও বিধায়কেরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা তদারকের কাজ করছেন। শনিবার সেই মতো মেমারি বিধানসভা কেন্দ্র এলাকায় উঠে এলো দুজন ভুয়ো ভোটারের নাম। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এই রিপোর্ট রাজ্যের শাসক দলের কাছে রিপোর্ট হিসাবে পাঠানো হবে। এরপর দল প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বলে জানান মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য।