মেমারিতে সিআই অফিস উদ্বোধন।

নূর আহমেদ,মেমারি : ১ মার্চ, শুক্রবার বিকালে পূর্ব বর্ধমান জেলার মেমারির কিষানমান্ডি এলাকায় পূর্ব বর্ধমান জেলা পুলিশের সদর -বি সার্কেলের সার্কেল ইন্সপেক্টরের অফিস ভবন উদ্বোধন হল। মেমারি থানা ও জামালপুর থানার এই সিআই অফিস উদ্বোধন করলেন পূর্ব বর্ধমান জেলার এস.পি. আমন দীপ, সঙ্গে উপস্থিত ছিলেন, অ্যাডিশনাল এস.পি. অর্কদীপ ব্যানার্জী। এদিন সিআই অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস.ডি.পি.ও অভিষেক মন্ডল, সি.আই. রক্তিম চ্যাটার্জি,  মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশীষ নাগ, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক নীতু সিং সহ অন্যান্য পুলিশ আধিকরারিকরা। মেমারি থানা ও জামালপুর থানার নিয়ে এই সিআই অফিসের দায়িত্বভার গ্রহণ করলেন সিআই রক্তিম চ্যাটার্জি।