|
---|
নূর আহামেদ : ৫ সেপ্টেম্বর সার ভারত জুড়ে কেন্দ্র সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে সিপিএমের প্রতিবাদ সাইকেল মিছিল কর্মসূচি পালন করা হয়।
মেমারি চকদিঘী মোড় স্থিথ সিটু অফিস থেকে প্রতিবাদ সাইকেল মিছিল মেমারি পৌরসভার ১৬টি ওয়ার্ডে পরিক্রমা করে। মেমারি পশ্চিম১ এরিয়া কমিটির উদ্যোগে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সুকান্ত কোনার, বামনেতা সনৎ ব্যানার্জী, পিয়ুষ বিশ্বাস, প্রশান্ত কুমার, পিন্টু ভট্টাচার্য ও অন্যান্য নেতৃত্ব। সাইকেল পরিক্রমা মিছিল শেষে বামনেতা সুকান্ত কোনার জানান, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্র সরকার সম্পূর্ণ ব্যর্থ। মানুষের একদিকে করোনায় মৃত্যু হচ্ছে আর অন্য দিকে অনাহারে। কেন্দ্রের বিজেপি সরকার এক এক করে সরকারি সংস্থার বেসরকারি করন করে চলছে। সাধারণ মেহনতি মানুষের হয়ে বামপন্থীদের প্রতিবাদ চলছে।