মেমারিতে পাথর বোঝাই ডাম্পারের ধাক্কায় ক্ষতিগ্রস্ত বসতবাড়ি।

নূর আহমেদ,মেমারি ২২ সেপ্টেম্বর। রবিবার ভোরে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত গন্তার বটতলা সংলগ্ন গন্তার লাইব্রেরী র সন্নিকটে,একটি পাথর বোঝাই ডাম্পার রামপুরহাট থেকে সাতগাছিয়া হয়ে মেমারি দিকে আসছিল, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি বসতবাড়ির কান ঘেঁষে একটি ইলেকট্রিক পিলারে ধাক্কা মেরে নয়ন জোলি তে ঢুকে যায়,কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় বাড়িটি, বিকট আওয়াজ। পরে ভেঙ্গে পরতে শুরু করলো বাড়ির দেওয়ালের ইট। ধরফর করে কোন রকমে নাতনি, মেয়েকে নিয়ে উঠে পড়লেন ঠাকুমা ইটের আঘাতে আহত হলো ১০ বছরের মেয়েটা। অল্পের জন‍্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহায় পেলেন পরিবারের বাকি সদস‍্যারা। যদিও গাড়ির ড্রাইভারকে নিরাপত্তার জন্য ক্ষতিগ্রস্ত বাড়ির মধ্যে রেখেছেন পরিবারের সদস্যরা, সকাল হতেই স্থানীয়দের ভিড় জমে এই এলাকায়, স্থানীয়রা স্পিড ব্রেকার দাবিতে পথ অবরোধ করে , বেশকিছুক্ষণ অবরোধ চলার ফলে যানজটের সৃষ্টি হয়। প্রশাসন না এলে পথ অবরোধ চলবে এমনই দাবি করেন স্থানীয়রা, কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছায় মেমারী থানার পুলিশ আধিকারিকরা , পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, পুলিশের আশ্বাসের হস্তক্ষেপে উঠে যায় অবরোধ,কি করে ঘটলো এমন ঘটনা যদিও এ প্রসঙ্গে গাড়ির ড্রাইভার বলেন – গাড়িটি চালাচ্ছিল খালাসী, আমি ঘুমিয়ে গিয়েছিলাম, হঠাৎ একটি বিকট আওয়াজ, তারপরই আমার ঘুম ভেঙে যায়, যদিও যে খালাসী গাড়ি চালাচ্ছিলেন তিনি পলাতক, তিনি বলেন গাড়িটি রামপুরহাট থেকে পাথর নিয়ে মেমারি দিকে আসছিলেন, মালিকপক্ষ কে জানানো হয়েছে বিষয়টি।পরবর্তীতে মেমারি থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে দুটি ক্রেন দিয়ে পাথর বোঝাই ডাম্পার টি কে উদ্ধার করে।