|
---|
নূর আহমেদ, মেমারী: অবৈধ ভাবে রেলের ই-টিকিট সংগ্রহের অভিযোগে গ্রেপ্তার করা হলো ১ যুবক কে। গোপন সূত্রে খবর পেয়ে শক্তিগড়, আর.পি.এফ. মেমারীর স্টেশন বাজারে থাকা একটি সাইবার ক্যাফে অভিযান চালিয়ে উদ্ধার রেলের ৩২ টি তত্কাল টিকিট। ঘটনায় গ্রেপ্তার করা হয় ১ ব্যাক্তিকে।
ধৃতের নাম গোপাল পাল। গোপন সুত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে হানা দেয় শক্তিগড় আর পি এফ আধিকারিকরা। গ্রেপ্তার করা হয় রেলের টিকিট কালোবাজারি করার অভিযোগে গোপাল পাল নামে এক যুবককে। আর.পি.এফ সূত্রে খবর, মেমারীর স্টেশন বাজারে গোপাল পালের একটি অনলাইন এর দোকান আছে। সেখান থেকে সে দীর্ঘ দিন ধরে জেরক্স, ছবি, ল্যামিনেশন সহ বিভিন্ন অনলাইন এর কাজ করত। এর পাশাপাশি অবৈধভাবে রেলের ই-টিকিট সংগ্রহ করে কালোবাজারি করত বলে অভিযোগ।
ধৃত গোপাল পালের ব্যাবহারকৃত কম্পিউটার থেকে ৩২ টি ই টিকিট,উদ্ধার করা হয়েছে।
সেই সাথে বাজেয়াপ্ত করা হয়েছে তার ব্যবহারকৃত ১টি মনিটর ও কম্পিউটারের ২ টি সিপিইউ। উদ্ধার করা হয়েছে নগদ ৫হাজার ১০০টাকা। আর.পি.এফ. সুত্রে আরো খবর, “তার কালোবাজারি টিকিট মূল্য প্রায় ৯৪হাজার টাকা।” ধৃত গোপাল পাল কে গ্ৰেপ্তার করে শক্তিগড় আর.পি. এফ। আরও কারা এই রেলের টিকিট কালোবাজারীর সঙ্গে যুক্ত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃত কে আগামী শুক্রবার বর্ধমান রেল আদালতে তোলা হবে।