মেমারিতে ট্রাফিক নিয়ম বাইক আরোহীদের সচেতনতা ও কোভিড বিধি লক্ষ্য সচেতেনা শিবির রালি হয়

সেখ সামসুদ্দিন : পূর্ব বর্ধমান জেলার সদর দক্ষিণ মহকুমা পুলিশ আধিকারিক আমিনুল ইসলাম খানের নেতৃত্বে ,শহর মেমারি জুড়ে ট্রাফিক নিয়ম লঙ্ঘনকারী বাইক আরোহীদের সচেতনতার উদ্দেশ্যে ও কোভিড নিয়ম বিধি লক্ষ্য রেখে সচেতনের উদ্দেশ্যে মেমারি থানার পক্ষ থেকে এক বাইক রালি বের হয়। যে সমস্ত বাইকে ৩ জন আরোহী তাদের সচেতন করা হয়।পাশাপাশি বাইক আরোহীরা নেশাগ্রস্ত কিনা সেদিকেও নজরদারি চলছিল। পূজার ভিড়ের দিকে লক্ষ্য রেখে মূলত বাইকে করে এই রালি করা হয়। যে সমস্ত মানুষ জন কোভিড বিধি লঙ্ঘন করছে তাদের সচেতন করা হচ্ছিল বিভিন্ন জায়গায়। এমনকি মাস্ক হীন ব্যক্তিদেরও মাক্স প্রদান করা হয়। মেমারি থানার ভারপ্রাপ্ত ওসি সুদীপ্ত মুখার্জি সহ এসডিপিও আমিনুল ইসলাম খান বিভিন্ন মানুষদের সচেতন করছিলেন ।
মেমারি থানা থেকে রালিটি বের হয়ে মূলত মেমারি বামুনপাড়া মোড় হয়ে মেমারি হাসপাতাল মোড় পর্যন্ত যায় এবং সেখান থেকে স্টেশন বাজার হয়ে চকদিঘী মোড়ের কাছে আসে ও সেখানে বিভিন্ন মানুষকে সচেতন করা হয় ।
পাশাপাশি ইভটিজিংয়ের দিকেও নজর রেখে এই রালি করা হয়েছে বলে জানান এসডিপিও আমিনুল ইসলাম খান। ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়।
মেমারিবাসীর জন্য শুভেচ্ছা বার্তা দেন পূর্ব বর্ধমান জেলার সদর দক্ষিণ পুলিশ আধিকারিক আমিনুল ইসলাম খান।