মেমারিতে উনিশে মে পালন

আলিফ ইসলাম : ১৯ মে বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির উদ্যোগে বর্ধমান জেলার মেমারির সোমেশ্বরতলায় বরাক উপত্যকার শিলচর ভাষা দিবস উনিশে মে কে স্মরণ করে ভাষা শহীদ দিবস পালিত হয়।১৯৬১ সালের ১৯মে আসাম পুলিশের গুলিতে এগারোজন ভাষা শহীদের আত্মাহুতিকে স্মরণ করে শহীদ বেদীতে মাল্যদান , বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির পতাকা উত্তোলনের পরে সভাপতি রমা মুখার্জী স্বাগত ভাষণ প্রদান করেন। এরপর প্রাক্তন বিধায়িকা সন্ধ্যা ভট্টাচার্য্য, সুনীল কৃষ্ণ বণিক ভাষা শহীদ দিবসের উপর প্রাঞ্জল বক্তব্য প্রদান করেন। এছাড়া সভাপতি রমা মুখার্জী এবং অনুষ্ঠান সঞ্চালক অমিতাভ চৌধুরীও ভাষা শহীদ দিবসের উপর সুললিত আলোকপাত করেন। সুফি রফিক উল ইসলাম এবং তন্দ্রা বসু ভাষা দিবসকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন।কিশোর বিশ্বাস, জগন্নাথ গাঙ্গুলী,তাপস পাল, অশোক যশ,আরতি গাঙ্গুলী, অরুন্ধতী ঘোষ,পদ্মা কোলে,আলপনা মিত্র,শ্যামলাল ক্ষেত্রপাল, অমিত বিশ্বাস, শ্যামল ভট্টাচার্য্য প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।