|
---|
সেখ সামসুদ্দিন, ৪ জুনঃ মেমারি পৌরসভা তথা চেয়ারম্যান স্বপন বিষয়ীর উদ্যোগে মেমারি থেকে দীঘা এস বি এস টি সি’র একটি বাস উদ্বোধন করা হয়। আগামীকাল ৫ জুন থেকেই এই বাস পরিষেবা চালু হচ্ছে। অফলাইন ও অনলাইনে টিকিট কাটা যাবে বলে জানান দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল। এই বাসটি মেমারি নতুন বাস স্ট্যান্ড থেকে সকাল ছ’টায় ছেড়ে পান্ডুয়া, মগরা, ডানকুনি, মেছেদা, কোলাঘাট, কাঁথি হয়ে দীঘায় পৌছাবে বেলা ১২:৪৫ মিনিটে এবং দীঘা থেকে বেলা ১০.৩০টায় ছেড়ে মেমারি পৌঁছাবে বিকাল পাঁচটায়। মেমারি থেকে দীঘা বাস ভাড়া মাত্র ২০৯ টাকা। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন উদ্বোধক জিলা পরিষদ সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, ডাইরেক্টর মানস মজুমদার, ম্যানেজার দীপ্তিমান সিনহা, মেমারি বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, ডিএসপি, মেমারি থানার ওসি, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী সহ পৌরসভার কাউন্সিলর ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগণ।এই মঞ্চে চেয়ারম্যান সুভাষবাবুর কাছে দাবি রাখেন খুব শীঘ্রই মেমারি দীঘা এসি বাস দেয়ার জন্য। মঞ্চ থেকে নিত্যানন্দ ব্যানার্জী ঘোষণা করেন ১০ জুলাই থেকে মেমারি ১ ব্লকের পুরোহিতদের দফায় দফায় জগন্নাথ দর্শনে নিয়ে যাবেন। উপস্থিত অতিথিবৃন্দ আশা রাখেন এই বাসটি ঠিকমতো প্যাসেঞ্জার থাকলে এসি বাস সহ আরও বাস মেমারি থেকে দেওয়া হবে। বাসটির ফিতে কেটে উদ্বোধন করেন জেলা সভাধিপতি ও এস বি এস টি সির চেয়ারম্যান, পরে অতিথিবৃন্দ মঞ্চ থেকে পতাকা নাড়িয়ে বাসটির যাত্রা সূচনা করেন।