|
---|
সেখ সামসুদ্দিন : পূর্ব বর্ধমান জেলা পুলিশের পথনিরাপত্তা সপ্তাহ পালনের মধ্যেই আজ মেমারি থানার পুলিশ প্রশাসন সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচারে সিভিক পুলিশদের নিয়ে বাইক র্যালি করে। মেমারি হাসপাতাল মোড়, বামুনপাড়া মোড় এলাকায় দাঁড়িয়ে গাড়ি চালকদের সতর্ক করে ও ট্রাফিক আইন মানতে ১৬ দফা সতর্কীকরণ সহযোগে হ্যান্ডবিল ধরায়। এরপরে মেমারি তারকেশ্বর রোডে কচিকাঁচা শিশুদের দিয়ে হেলমেট বিহীন গাড়ি চালকদের ফুল দিয়ে সতর্ক করি হয়। উপস্থিত ছিলেন থানার দুই এস আই সমীর কুমার ঘোষ ও সানাউর রহমান।