মেমারি থানার পুলিশের সঙ্গে যোগাযোগ জন্য ব্যানার টাঙানো হল কলেজ চত্বরে ইভটিজিং সমস্যার সমাধান

সেখ সামসুদ্দিন : ২৪ জানুয়ারি, মেমারি থানার পক্ষ থেকে মেমারি কলেজ চত্বর সহ বিভিন্ন এলাকায় ইভটিজিং-এর সমস্যা মোকাবেলায় ব্যানার টাঙ্গানো হল। মেমারি কলেজ চত্বর সহ বিভিন্ন এলাকায়, মহিলাদের ইভটিজিং এর সমস্যা মোকাবেলায় পুলিশের ব্যানার টাঙানোতে কলেজছাত্রী থেকে শুরু করে এলাকাবাসী সকলেই খুশি। মেমারির কলেজ ছাত্রী গায়ত্রী সিং এর মতে মহিলারা যখন ইভটিজিং-এর মধ্যে পড়ে তখন তাদের পাশে কেউ থাকেনা। অথবা অনেক সময় কেউ এগিয়ে আসে না। তাই সে আপদকালীন সময়ে মেমারি থানার পুলিশের সঙ্গে সরাসরি যোগাযোগ করার ফলে ইভটিজিং সমস্যার সমাধান হবে বলে মনে করছেন। মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ্ত মুখার্জীর উদ্যোগে এমন ব্যানার টাঙ্গিয়ে মহিলাদের পাশে থাকার জন্য সাধুবাদ জানাচ্ছেন কলেজছাত্রী থেকে শুরু করে সমস্ত এলাকার মানুষজন।