|
---|
সেখ সামসুদ্দিন : মেমারি থানার দুর্গাপুর অঞ্চলের জুঝারপুর গ্রামের বামনা পুকুরে শুখা মরশুমে মাটি কাটতে গিয়ে একটি মূর্তি উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। লকডাউন ভেঙে প্রচুর মানুষ জড়ো হয়ে পুজোর উদ্যোগ নেওয়ার খবর মেমারি থানায় পৌঁছনোর সাথে সাথেই টাউন অফিসার শান্তনু রায় চৌধুরী ঘটনাস্থলে গিয়ে মূর্তি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পুলিশ সূত্রে জানা যায় প্রাচীন পাথরের বিষ্ণু মূর্তি। উচ্চতা প্রায় দুই ফুট হবে। মূর্তিটি আপাতত থানার হেফাজতে রাখা থাকল, পরিস্থিতি স্বাভাবিক হলে তখন এ বিষয়ে হবে বলে বিশেষ সূত্রে জানা যায়।