মেমারি থানার তৎপড়তায় মাত্র ৮ ঘন্টার মধ্যে নিখোঁজ ছাত্রদের উদ্ধার

নূর আহমেদ, মেমারি, ২ ডিসেম্বর ২০২৪ : সোমবার সকাল ১০-৩০ নাগাদ পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত বিজুর ১ অঞ্চলের জাবুই স্থিত শান্তিকানন ওয়েলফেয়ার হোম থেকে ৩ জন নাবালক আদিবাসী ছাত্র নিখোঁজ হয়ে যায়। তিনজনের বয়স ১১ থেকে ১২ বছরের মধ্যে। শান্তিকানন ওয়েলফেয়ার হোম থেকে মেমারি থানায় নিখোঁজের কথা মৌখিকভাবে জানানো হয়।

    মেমারি থানার ওসি প্রীতম বিশ্বাস তৎপড়তার সাথে তদন্ত করে মাত্র ৮ ঘন্টার মধ্যে নিখোঁজ নাবালক ছাত্রদের উদ্ধার করে পরিবারে হাতে উদ্ধারকৃত তিন নাবালক আদিবাসী ছাত্রদের তুলে দেওয়া হয়।