মেমারি থেকে সাইকলে রওনা দেয় সান্দাকফুর উদ্দেশ্যে

সেখ সামসুদ্দিন : ২৯ নভেম্বর গো গ্রীন এবং অর্গান ডোনেশন এর মতো কিছু সাধু বার্তাকে সঙ্গে নিয়ে যাওয়ার সংকল্পে সাইকেল অভিযানে মেমারির নওয়াজ, কৌশিক বসু, গৌরব ও ক‍ৌশিক ২৬ নভেম্বর সাইকেল যাত্রা শুরু করে মানেভঞ্জন পর্যন্ত। তারপর সান্দাকফু পর্যন্ত ট্রেক। ৪ জনে সাইকেল নিয়ে মেমারি থেকে রওনা দেয় সান্দাকফুর উদ্দেশ্যে। মানেভাঞ্জন এ সাইকেল রেখে সান্দাকফু পর্যন্ত ট্রেইল রান। এই রকম এক প্ল্যান করে বেরিয়ে পড়ে বলে জানায় নওয়াজ। আজ চতুর্থ দিনে বাগডোগরা পৌঁছেছে। ইতিমধ্যে প্রায় ৫০০ কিমি সাইকেল চালিয়েছে। এবারের যাত্রা সম্পূর্ণটাই ওদের কাছে অজানা বিষয়। এই ৪ দিনে অনেক নতুন কিছু জানার সুযোগ হয়েছে।জেলার সঙ্গে জেলার সংযোগ, রাজ্যের সঙ্গে রাজ্যের সংযোগ কাছ থেকে জানার সুযোগ পাওয়ায় অন্য এক অনুভূতি উপলব্ধি করছে। দেশের সঙ্গে দেশের সংযোগ পায়ে হেঁটে জানবে সান্দাকফু যাবার সময় নেপাল – ভারত বর্ডার বলে জানায় নওয়াজ।