|
---|
রফিকউদ্দিন মণ্ডল : আজ ৯ ডিসেম্বর, ৱবিবার মেমারী শহরে তৃণমূল যুব সংগ্রেসের উদ্যগে শ্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ মূলত প্রাত্তন এম এল আবুল হাশেম মণ্ডলের উদ্যগে এবং মেমারী টাউনের যুব নেতা ফারুক অব্দুল্লাহ নেতৃত্বে রক্তদান কর্মসূচি হয়। উপস্থিত ছিলেন বর্ধমান জেলার যুব সভাপতি ফাত্তার কয়াল,মেমারী যুব নেতা অমিত চৌধুরী৷ কেন্না নিমো ২নং গ্রাম পঞ্চায়েতের উপপোধান জাহির হোসেন অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও রক্তদান করেন৷ অতিথি ছিলেন কেন্না নিমো ২নং পঞ্চায়েতের শিল্পের সঞ্চলক লুৎফর রহমান৷ এই সভায় এলাকার বহু নেতানেত্রী উপস্থিত ছিলেন৷ এলাকার বহু মানুষ এই রক্তদান এগিয়ে আসেন, ১০০জন দাতা রক্তদান করেছেন৷ উলেখ্য রক্তদান করেন মেমারী কলেজের নেতা আসাদ ভাই এবং অন্যান্যদের মধ্যে দিলয়ার,নিয়ামত,রিজাউল আরও অনেকে ৷ সর্বভারতীয় তৃণমূলের ডাকে ১৯ জানুয়ারি কলকাতার ব্রিগেড সভাকে সামনে রেখে, সমাজ মূলক কর্মসূচির অঙ্গ হিসাবে যুবনেতাদের উদ্যগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷