মেমারি তৃণমূল অফিসে ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্ম ও মুত‍্যুদিন পালিত হয়

সেখ সামসুদ্দিন : আজ বিধানচন্দ্র রায়ের জন্ম ও মুত‍্যুদিন উপলক্ষ্যে ১৯৯১ সালের ১লা জুলাই জাতীয় চিকিৎসক দিবস হিসাবে স্বীকৃতি পায়। এই জাতীয় শিক্ষক দিবসে মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের উদ‍্যোগে মেমারি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের মিষ্টি ও পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বিধায়কের অনুপস্থিতিতে প্রথমে ব্লক ত‍ৃণমূল অফিসে ডাঃ বিধানচন্দ্র রায়ের ছবিতে মাল‍্যদান করেন নেতৃত্ব। পরে বিধায়কের পক্ষে চিকিৎসকদের শুভেচ্ছা জানান ব্লক তৃণমূল কংগ্রেসের দুই সহ সভাপতি সন্দীপ পরামানিক ও মহঃ সাজাহান, শহর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি আশিষ ঘোষদস্তিদার সহ অন‍্যান‍্য নেতৃত্ব। এদিন মেমারি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের সঙ্গে নার্স, হসপিটালের এ‍্যাম্বুলেন্স চালকদেরও চিকিৎসা পরিষেবায় সহায়ক হিসাবে শুভেচ্ছা জানানো হয়।