|
---|
নিজস্ব সংবাদদাতা : মেমারি ইউনিট ওয়ান বিদ্যাসাগার মেমোরিয়াল স্কুলের ছাত্র রাজ্যের প্রথম অরিত্র পাল, এবছর মাধ্যমিকে রাজ্যের মধ্যে প্রথম স্থানাধিকারী মেধাবী ছাত্র অরিত্রর প্রাপ্ত নম্বর ৬৯৪, তাকে জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। শুভেচ্ছা জানাচ্ছেন মেমারি বিধায়িকা নারর্গিস পারভিন, থানা অফিসাররা, পৌরসভার চেয়ারম্যান, অন্যান্য সকল মাধ্যমিক উত্তীর্ণ পরিক্ষার্থীদের ও জানাই শুভেচ্ছা।